ভূত-পেত্নী | পলাশ বসু
ভূত-পেত্নী | পলাশ বসু


ভূতের সাথে দোস্তি আমার অনেক অনেক কাল

হঠাৎ নাখোশ হয়ে পেত্নী মিটাতে চাইলো ঝাল।

হুমকি দিলো পেত্নী আমায় করবে কঠিন হাল

পেলেই হলো বাইরে শুধু তুলবে গায়ের ছাল।

এমন হুমকি পেয়ে আমি দারুণ পেলাম ভয়

ভয়ে আমার কাঁপছে পিলে, কখন কী যে হয়!

এসব শুনে ভূতের রাজা জলদি আসলো ছুটে

অভয় দিলো, আদর দিলো, ভয় গেল সব টুঁটে।

আবার আমি মনের সুখে ঘুরছি হেতা-সেথায়

ভয় পাই না এখন আমি পেত্নীর খেলো কথায়।

ভূত-পেত্নীর এসব কথন গাল-গপ্পেই মানায়

সত্যি বলছি ভূত-পেত্নীকে মানুষ শুধু বানায়।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান